
নিজস্ব প্রতিনিধিঃ সরস্বতী পূজার ঠাকুর দেখতে এসে বিএসএফের গাড়ীর ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হৃদয়পুরে বিএসএফ ক্যাম্পের সামনে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জাকনা গিয়েছে ৮২ নম্বর ব্যাটেলিয়ানে বিএসএফ ক্যাম্পের পাশে সরস্বতী পুজোয় ঠাকুমার সাথে ঠাকুর দেখতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা এক বিএসএফের গাড়ি শিশুটিকে ধাক্কা মারে। শিশুটি ছিটকে পড়ে যায় রাস্তার ধারে। মৃতের বাবার দাবি, মদ্যপ অবস্থায় থাকায় গাড়িটি দ্রুতগতিতে চালাচ্ছিল চালক। চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়, ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ ।