
সুরজিৎ দাস, নদীয়া : নদীয়ার শান্তিপুরে ক্ষমতার অপব্যবহার করে মহিলাদের কুপ্রস্তাব ও গ্রামবাসীদের হেনস্থার অভিযোগ এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। সুত্র মারফত জানা গিয়েছে, নদীয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর রামনগর চর পুরাতন মাহাতো পাড়ায় এক বছর আগে একজন পুলিশকর্মী এসে বাড়ি বানায়। তারপর থেকেই শুরু হয় সমস্যা। নিজেকে প্রাক্তন পুলিশকর্মী দাবি করে নিজের প্রভাব খাটিয়ে খুটিনাটি বিষয়ে দুর্ব্যবহার শুরু করে এলাকাবাসীর সঙ্গে। পাশাপাশি শ থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হয় গ্রামবাসীদের নামে। এরপরেই শুরু হয় মহিলাদের উত্যক্ত করা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঝাটা, লাটি, ইট, পাটকেল নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে হামলা চালান এলাকাবাসীরা। অভিযুক্তের ভাইকেও বেধড়ক মারধর করে এলাকার প্রমিলাবাহিনী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে এলাকার মহিলাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তের দাবি, তার বাড়ি কেনার পর থেকেই গ্রামবাসীরা তাদের বাড়ি থেকে মাটি কেটে নিয়ে যায় এবং বিভিন্ন সময় টাকা চায়। তারা না দেওয়ায় তাদের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করে তাদের ফাঁসানো হয়েছে। ঘটনার জেরে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে শান্তিপুর থানার পুলিশ।