
সুরজিত দাস ,নদিয়া : বর্তমান পরিস্থিতিতে স্কুলমুখী হতে চাইছে না নব প্রজন্মের ছাত্র-ছাত্রীরা । তারমাঝেই অনন্য নজির তৈরি করলেন নদীয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর এর বাসিন্দা, বিশ্বনাথ প্রামানিক। ৬৪ বছর বয়সে এম এ পাশ করলেন বিশ্বনাথ প্রামানিক। গ্রামের মানুষের কাছে তিনি একজন বিশ্বকর্মা নামে পরিচিত, এমন কোন কাজ নেই যে তার কাছে অজানা। সব কাজেই পটু তিনি। কখনো ইঞ্জিনভ্যান সারিয়েছেন, কখনো আবার রাজমিস্ত্রির মতো ঘর বাড়িও তৈরি করে ফেলেছেন। এর জন্যই গ্রামের মানুষের কাছে বিশ্বকর্মা নামে পরিচিত ৬৪ বছরের ব্যক্তি বিশ্বনাথ প্রামানিক। বিশ্বনাথ বাবুর এই প্রচেষ্টায় শান্তিপুর কলেজের স্টাডি সেন্টারের কো-অর্ডিনেটর ডক্টর পলাশ দাস জানিয়েছেন, ৬৪ বছর বয়সে বিশ্বনাথ বাবুর এই মেধাবী আগামী দিনে পথ দেখাবে নব প্রজন্মকে। শিক্ষক হিসেবে ভাবতেও পারিনি বিশ্বনাথ বাবু এইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। সত্যি তাকে কুর্নিশ জানালেও অনেকটাই কম হবে, তার এই প্রচেষ্টায় আমরা গর্বিত।
সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু সামলেও তিনি তার অদম্য ইচ্ছা শক্তি থেকে কখনো পিছিয়ে যাননি। কখনো প্রখর রোদ কখনো আবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চাষের কাজ সামলে লাগাতার পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। হঠাৎ বিশ্বনাথ বাবুর ইচ্ছাশক্তির মাত্রা আরো বেড়ে যায়, তখন তিনি নদীয়ার শান্তিপুর কলেজ স্টাডি সেন্টার নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের পরিচালক শিক্ষকদের সাথে যোগাযোগ করেন, এরপর ২০২৪ সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, সেখানেই বাংলা বিভাগের ৬৬ নম্বর পেয়ে এম এ তে টপার হয়েছেন। তার জীবনের শেষ ইচ্ছে পূর্ণ হওয়ায় স্বভাবতই খুশির জোয়ারে ভেসে ওঠেন বিশ্বনাথ বাবু। গ্রামের মানুষ যেন প্রশংসায় পঞ্চমুখ।