
নিলয় ভট্টাচার্য,নদীয়া:রেশন দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি।তখনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নদীয়ার তাহেরপুর থানা এলাকার চরক ডাঙ্গাপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা প্রশান্ত পালের বাড়ী থেকে উদ্ধার হলো সরকারি সিল মারা কয়েকশো আটার বস্তা। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করতো । শনিবার প্রশান্ত পালের বাড়ির বাগান থেকে সরকারি সিল মারা একাধিক আটার বস্তা পাওয়া যায়। পাশাপাশি কয়েকশ খালি বস্তাও পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি সরকারি শিলমারা আটার বস্তা থেকে আটা বের করে লোকাল ব্যান্ডের স্টিকার মেরে তা খোলা বাজারে তা বিক্রি করতো।
এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার,এরপরই রেশন দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, এছাড়াও অভিযুক্ত প্রশান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।