
নিজস্ব সংবাদদাতা, নদিয়া : অর্থের লোভে মানুষের স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি! ফের ভোজ্য তেলে ভেজালের কারবারে লাগাম টানতে অভিযান চালাল রানাঘাট পুলিশ জেলা। শুক্রবার দুপুরে নদিয়ার রানাঘাটের রথতলা এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় পুলিশ ও ফুড সেফটি দফতরের যৌথ টিম। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ ভেজাল তেল, তেল তৈরির কাঁচামাল, রাসায়নিক ও বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার।
পুলিশ সূত্রে খবর, কারখানাটি চালাতেন স্থানীয় বাসিন্দা ভাবেশ চৌধুরী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন নিম্নমানের রাসায়নিক ও তেলের মিশ্রণ করেই তৈরি করা হত ভোজ্য তেল। পরে নামিদামি কোম্পানির লেবেল লাগিয়ে বাজারে ছাড়ার ছক কষা হয়েছিল।

ফুড সেফটি অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসার পরই তৈরি হয় একটি বিশেষ তদন্তকারী দল। সেই টিমই শুক্রবার অভিযান চালায় কারখানাটিতে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকায় একাধিক ভোজ্য তেলের কারখানায় অভিযান চালানো হয়েছে। প্রতিবারই বিপুল পরিমাণ ভেজাল তেল ও নকল সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। তবু সচেতন হচ্ছেন না অসাধু ব্যবসায়ীরা।
ফুড সেফটি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও রকম ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”
এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কেবল আইনি পদক্ষেপ নয়, ভোক্তাদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা জরুরি।