
সুরজিৎ দাস, নদীয়া : পাকিস্তান ও বাংলাদেশের জয়ধ্বনি, ত্রিপুরায় মোতায়েন ভারতীয় সেনার নাম করে হুমকি—এমনই এক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়ির উঠোনে পড়ে থাকা সেই কাগজ দেখে স্তব্ধ হয়ে যান তাঁর স্ত্রী সুপর্ণা নাগ। একে তো সীমান্তে উত্তেজনা, তার উপর বাড়ির উঠোনে ভারত-বিরোধী বার্তা—সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে নাগ পরিবারে।
শান্তিপুর থানার অন্তর্গত সাহেবঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বর্তমানে কর্মরত ত্রিপুরায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শান্তিপুরে থাকেন তাঁর পরিবার। শুক্রবার সকালে বাড়ির উঠোন ঝাড় দিতে গিয়ে সুপর্ণা দেবী একটি পোস্টার দেখতে পান। তাতে লেখা—“পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে, বাংলাদেশীদের ধরছে। বাড়িতে একা আছে।”
এই ঘটনার পরই আতঙ্কে কাঁপছেন পরিবার-পরিজনেরা। বিশ্বজিৎবাবুর দাদা কাজল নাগ বলেন, “ভাই খবর পেয়েই খুব চিন্তায় পড়ে গিয়েছে। আমরাও ভীত। যারা এর পিছনে রয়েছে, তাদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হোক।” শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা দেবী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ভারত-বিরোধী অপচেষ্টা বলেই মনে করছেন তদন্তকারীরা।
ঘটনার নিন্দায় সরব স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর। তাঁর বক্তব্য, “এটা নিছক কোনও কাগজের টুকরো নয়। এটা দেশের সেনাবাহিনীর প্রতি চ্যালেঞ্জ। যারা এই কাজ করেছে, তারা দেশদ্রোহী। প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে ত্রিপুরায় সেনার নজরদারি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপুরে কর্মরত সেনার পরিবারের উপর এমন হুমকি, স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, “যে জওয়ান দেশের সীমান্তে দাঁড়িয়ে নিজের জীবন বাজি রাখছেন, তাঁর পরিবার নিজের বাড়িতে নিরাপদ থাকবে না কেন?”
দেশদ্রোহিতার অভিযোগ এনে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সেনা পরিবার বলছে, “এটা শুধু আমাদের নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন। প্রশাসনের উচিত এর শেষ দেখা।”