
সুরজিত দাস, কৃষ্ণনগর : ৫ দফা দাবি নিয়ে অর্জুন সেনার ডাকে তিন ঘন্টার বন্ধ কৃষ্ণনগরে। বিজেপির শাখা সংগঠন সকাল হতেই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে কৃষ্ণনগরে । নদীয়ার কৃষ্ণনগরে এই প্রথম কোন অরাজনৈতিকভাবে বন্ধের ডাক দিয়েছে । মঙ্গলবার সকাল হতেই কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে একাধিক হিন্দুত্ববাদী মানুষজন আসে।তারপর তারা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। সকাল সাতটা চার মিনিটে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এক বিক্ষোভকারী জানান,কৃষ্ণনগর শহরের নারী কতটা নিরাপদ নারী নিরাপত্তার দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি।
পরবর্তীতে রেল পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষ হয়রানি শিকার হলে তাদেরকে অনুরোধ করলে পরবর্তীতে তারা তাদের রেল অবরোধ তুলে নেয়।