
নিলয় ভট্টাচার্য ,নদীয়া:রাস্তার ধারে নির্মীয়মান ঘর তৈরি করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেন একই পরিবারের দুই ব্যক্তি। পাশাপাশি এই বিবাদকে কেন্দ্র করে কম বেশি জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার নাকাশিপাড়া থানার এলাকায়। অভিযোগ, সম্প্রতি ঐ এলাকায় রাস্তার ধারে ঘর নির্মাণের কাজ শুরু করেন ওই এলাকারই স্থানীয় বাসিন্দা কলিম শেখ নামে এক ব্যক্তি। ঘরটির নির্মাণ কার্য শুরু হওয়ার পর ওই এলাকারই বেশ কয়েকজন ব্যক্তি নির্মাণ কার্যটি বন্ধ করে দেওয়ার জন্য একাধিকবার কলিম শেখের পরিবারকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। তবে তাদের হুমকিকে অস্বীকার করে ঘর নির্মাণের কাজ চালিয়ে যান শেখ পরিবারের সদস্যরা। অভিযোগ মূলত সেই কারণে বুধবার সকালে সশস্ত্র অবস্থায় ওই প্রতিবেশীরা অতর্কিতভাবে আক্রমণ চালায় কলিম শেখের পরিবারের ওপর। কলিম শেখকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পাশাপাশি দুষ্কৃতীদের ছোড়া গুলি কলিম শেখের পায়ে লেগে গুরুতর জখম হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেন একই পরিবারের আরও এক ব্যক্তি সহ মোট দুইজন। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে চার জন ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।