
নিলয় ভট্টাচার্য,নদীয়া : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় রীতিমত হতবাক সাধারণ মানুষ।
এবার আরও এক আজব কান্ড দেখা গেল নদিয়ায়।গোটা বুথে মোট ভোট পড়লো একটি। আর সেই একটি ভোটেই জয়লাভ করল বিজেপি।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠেছে কিভাবে গোটা বুথে ভোটের সংখ্যা একটা হতে পারে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের। সূত্র মারফত জানা গেছে,গত ৮ তারিখে ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছিল সুষ্ঠভাবে। নিয়ম অনুযায়ী ব্যালট বাক্স সিল করে পাঠানো হয়েছিল স্ট্রংরুমে। তবে গণনাপর্বেই ঘটলো বিরল ঘটনা। ব্যালট বাক্সে ভোট জমা পড়লেও ছিল না প্রিসাইডিং অফিসারের সই। সেই কারণে ভোট গুলি বাতিল করে দিতে বাধ্য হন বিডিও। যদিও একটি মাত্র বৈধ পোস্টাল ভোট পড়ায় এক ভোটে জয়ী হয় বিজেপি প্রার্থী। বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর ৩০ নম্বর বুথের এই ঘটনা। গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী প্রতিকা বর্মন তার জা তৃণমূল প্রার্থী রত্না বর্মনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভোটে জয়ী হয়ে বিজেপি প্রার্থী জানান, এ জয়ে তারা খুশি। তবে সঠিকভাবে ভোট গোনা হলেও তারপরেও তারা জয়ী হতেন বলে আশাবাদী বিজেপি প্রার্থী।
এ বিষয়ে তৃণমূল প্রার্থী রত্না বর্মন জানান, এই ভোট অবৈধ। এর দায়ভার প্রিসাইডিং অফিসারের নেওয়া উচিত।
ইতিমধ্যেই এই বিষয়ে বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এই বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।