
নিলয় ভট্টাচার্য,নদিয়া: রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপির নির্বাচনী বুথ ভাঙচুর ও স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি সূত্রে জানা গেছে ,রানাঘাট দক্ষিণ বিধানসভার জগপুরে নির্বিঘ্নে ভোট পরিচালনা করছিলেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপি কর্মীরা, অভিযোগ হঠাৎই বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয়,মারধর করে। নির্বাচনী বুথ ভেঙে দেয়। ঘটনাস্থল প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। তিনি জানান, তৃনমূল বুঝে গেছে রানাঘাট দক্ষিনে বিজেপির জয় অনিবার্য, তাই এরকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে, পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করছে।