
নিলয় ভট্টাচার্য, নদিয়া : লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। পিছিয়ে নেই তৃণমূলও। তেড়েফুঁড়ে জনসংযোগে নেমেছে রাজ্যের শাসকদল। এই আবহে এবার বিজেপির পঞ্চায়েত সদস্যের হাত ধরে ১০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের বিজেপি সদস্য তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজো কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, বিগত দিনে বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তারা বাবুরায়। তিনি জানান, তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ। তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয়।কিন্তু বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি সদস্য। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা বাবুরায়। এলাকার উন্নতির জন্যই কাজ করতে চান বলে জানান তিনি।