
নিলয় ভট্টাচার্য, নদিয়া : দোরগড়ায় লোকসভা নির্বাচন। তার আগে ঝোপের মধ্যে থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড। বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদা থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুরের কাছে ঝোপ থেকে উদ্ধার হয় কয়েক ব্যাগ ভোটার কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করে । স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ভোটার কার্ডগুলি এ রাজ্যের নয়, ভিন্ন রাজ্যের। কিভাবে এতো ভোটার কার্ডগুলি ঝোপের মধ্যে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।