
ওঙ্কার ডেস্কঃ নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের সদস্যদের। আর জি কর কাণ্ডের পর থেকে মেয়েদের সুরক্ষা বারবার প্রশ্নের মুখে পড়েছে । সেই জন্য কর্মক্ষেত্রসহ বিভিন্ন জায়গায় পরিকাঠামোগত পরিবর্তনের আশায় নাগরিক চেতনা মঞ্চের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে , সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানালেন চলচ্চিত্র অভিনেত্রী-পরিচালক আপর্না সেন ও অন্যান্য সদস্যরা।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মঞ্চের তরফ থেকে অপর্না সেন মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি তুলে ধরেন সকলের সামনে। সেখানে মেয়েদের সুরক্ষার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি খসড়া দিয়েছেন তারা। নাগরিক চেতনার মঞ্চ থেকে অপর্না বলেন আর জি করের মত ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই কারণে ‘যে সরকারই আসুক, যে দলেরই সরকার হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার জন্য পরিকাঠামোগত বদল দরকার’।
মুখ্যমন্ত্রীসহ রাজ্যের অনান্য দফতরেও দেওয়া হয়েছে এই চিঠি। তাঁদের একটাই দাবি নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই দাবি থেকে অপর্না সেন বলেন, ‘লড়াই থামবে না লড়াই চলবে’। তিনি আরও বলেন ‘আমরা কারও পদত্যাগ চাইছি না, একটা দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত বদল চাইছি’।
ভিডিও দেখুন-