
প্রতীতি ঘোষ, নৈহাটি : আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন. শনিবারই ছটি কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি. আর প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গেছে প্রচারপর্ব.
নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্রকে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত পার্থ ভৌমিকের ফেলে আসা নৈহাটী বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি।
রবিবার বিজেপি প্রার্থী রূপক মিত্র নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পূজো দিতে আসেন. পুজো দিয়েই শুরু করে দেন প্রচার. সঙ্গে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতা কর্মীরা।
এদিন প্রচারের ফাঁকে পার্থ ভৌমিককে নিশানা করে বিজেপি প্রার্থী বলেন, ‘নৈহাটি পার্থ ভৌমিকের গড় নয়. সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারীর সাহায্য না নিয়ে পার্থ ভৌমিক যদি সুষ্ঠু ভোট করতে দেন, তাহলে আমরাও দেখিয়ে দেব বিজেপি কি করতে পারে.’
পাশাপাশি শাসকদলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে চাঁচাছোলা আক্রমণ করে রূপক বলেন, ‘তৃণমূল যদি জেতার ব্যাপারে এতই আত্মবিশ্বাসী, তাহলে এখনও প্রার্থী ঘোষণা কেন করতে পারছে না’.
প্রসঙ্গত, রাজ্যের যে ছটি কেন্দ্রে ভোট, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈহাটি বিধানসভা. এছাড়াও ভোট হতে চলেছে তালডাংড়া, হাড়োয়া, মাদারিহাট, মেদিনীপুর এবং সিতাইতে.