
পূর্ব মেদিনীপুর, প্রদীপ কুমার মাইতি : উগ্র হিন্দুত্বের জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে গেরুয়া শিবির। গোটা দেশের আকাশে বাতাসে ধর্মীয় বিভাজনের বিষ। বিজেপির বিরুদ্ধে এমনি মারাত্মক অভিযোগ তুলে সরব হচ্ছে বিরোধীরা। তখনই সাম্প্রদায়িক সম্প্রতির বার্তা দিতে কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত ‘নজরুল মেলা’ শুরু হল কাঁথির তাজপুরে। ‘মোরা একই বৃন্তে দুটি কুমুস, হিন্দু-মুসলমান’, বিদ্রোহী কবির সম্প্রীতি ও সৌহার্দ্যের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কাঁথির তাজপুরে শুরু হল ‘নজরুল মেলা’ । এবার ২৫ তম বর্ষে পদার্পণ করল এই মেলা।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের তাজপুর সুপার স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই মেলা। চোখধাঁধানো আলোর মালায় সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ| শুক্রবার তাজপুরে নজরুল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী অখিল গিরি ও বিপ্লব রায় চৌধুরী। দশ দিনব্যাপী এই মেলায় নানা সামাজিক কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।
দুই সম্প্রদায়ের মানুষের বন্ধন আরও সুদৃঢ় করতে ফি বছরের মতো এবছরও নজরুল মেলা বসেছে কাঁথিতে| প্রতিবছর দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন এই মেলায়| মেলার কটা দিন আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা