
গোপাল শীল ,সুন্দরবন।:দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত চন্দ্রনগর এবং চন্দনপিড়ির এলাকার সংযোগস্থলে রয়েছে পচামুড়ি ব্রিজ । প্রায় পাঁচ বছর আগে ২৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল ব্রিজটি । কিন্তু আইনি জটিলতায় চন্দন পিড়ির দিকে সংযোগকারী রাস্তা ব্রিজের সঙ্গে জোড়া সম্ভব হয়নি । সমস্যা কাটিয়ে মাত্র পাঁচ থেকে ছয় মাস আগেই সংযোগকারী রাস্তাটি তৈরি করা হয়। আর সেই রাস্তা সহ ব্রিজ উদ্বোধন হওয়ার আগেই চন্দনপিড়ি প্রান্তের সংযোগকারী রাস্তায় দেখা দিয়েছে বড়সড় ধ্বস। এর ফলে প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্ঘটনা। ।
রাস্তা বেহাল থাকার কারণে রাস্তায় ঢোকেনা কোন অ্যাম্বুলেন্স। সমস্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বহু মানুষ। সম্পূর্ন ঘটনার জন্য শাসক দলের দুর্নীতিকেই দায়ী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।তবে এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন পচামুড়ি ব্রিজ তৈরির ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে এখনো ব্রিজের উদ্বোধন করা সম্ভব হয়নি। খুব শীঘ্রই ওই রাস্তাটিকে যাতায়াতের সুগম করে তোলা হবে ।সূত্রের খবর এই পচামুড়ি ব্রিজের সংযোগকারী রাস্তা মেরামত করতে গেলে বেশ কিছু জায়গা অধিগ্রহণ করতে হবে। এই বিষয়ে জেলাশাসকের কাছে একটি চিঠিও লেখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।সেই অনুমতি পাওয়া গেলেই মেরামতির কাজ শেষ হবে।