
গোপাল শীল,দক্ষিণ 24 পরগনা : নদী বাঁধের যন্ত্রণা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সুন্দরবনবাসীকে। বুধবার হঠাৎ করেই দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নান্দাভাঙ্গা এলাকার নদী বাঁধে বিশাল ফাটল দেখা গেলো। এই ঘটনার পরই ফের আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে । নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস আপাতত সামাল দেবার জন্য এলাকার লোক লাগিয়ে কাজ শুরু হয়েছে। । পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান নান্দাভাঙ্গা এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদী দিয়ে জাহাজ যাওয়ার জন্য এই বাঁধটা ভেঙেছে।খুব শীঘ্রই মেরামত করা হবে।তবে এই অস্থায়ী কাজে নদী বাঁধ সামলানো সম্ভব নয় বলে দাবি করেছেন এই এলাকার লোকজন