
পূর্ব মেদিনীপুর প্রদীপ মাইতি: নন্দকুমার থানার শীতলপুর অঞ্চলের পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায় । , বোর্ড গঠনের আগেই সিপিএমের প্রার্থীকে পঞ্চায়েত অফিস থেকে পুরানো মামলায় তুলে নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ বিরোধীদের। এর পরেই পুলিশের সঙ্গে ঝামেলা বেঁধে যায় সিপিএমের কর্মী সমর্থকদের সঙ্গে। ভাঙচুর চালানো হয়ে পুলিশের গাড়িতেও বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে শুক্রবার সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল শীতলপুর এলাকায়। এই পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে ১১টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস অপরদিকে সিপিএম ৫ টি নির্দল ২ টি ও বিজেপি জয়ী হয় ৫টি আসনে। এই পঞ্চায়েতে বোর্ড গঠনে সিপিএমের সঙ্গে জোট বাঁধে বিজেপি ও নির্দল প্রার্থীরা। তারপরেই পরিকল্পনা মত সিপিএমের পঞ্চায়েত প্রধান প্রার্থী শেখ জাফর সহ বিজেপি ও নির্দল প্রার্থীরা পঞ্চায়েত অফিসে হাজির হন। কিন্তু ভোটাভুটি শুরু হওয়ার ঠিক আগেই বিশাল পুলিশ বাহিনী নন্দকুমার থানা থানা থেকে ঘটনাস্থলে আসে। সিপিআইএম প্রার্থী শেখ জাফরকে পুরানো মামলায় নাম থাকার অভিযোগে আটক করে।
এর পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএমের অভিযোগ, শাসক দলকে সুবিধে পাইয়ে দিতেই পুরানো মামলার মিথ্যা অভিযোগে জাফরকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।