
প্রদীপ মাইতি,নন্দীগ্রাম: মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল ওরফে নান্টু। বৃহস্পতিবার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয় ।এই পঞ্চায়েতের ১৮ টি আসনের মধ্যে ১২টি আসনে জিতেছে তৃণমূল। ৬টি আসন আসন পেয়েছে বিজেপি। কিন্তু তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য প্রধান পদে দুজন প্রার্থী দেয় ঘাসফুল শিবির। একজন হলেন শেখ সুপিয়ানের জামাই শেখ হাবিবুল অন্য জন হলেন শাহানওয়াজ। প্রধান পদের জন্য ভোটাভুটিতে হাবিবুল ভোট পান ১২টি। কিন্তু শাহনওয়াজ গোষ্ঠীর দাবি বিজেপির সমর্থন নিয়ে ভোটে জিতে প্রধান হয়েছেন হাবিবুল। কিন্তু কিভাবে ১২ টি ভোট পেলেন সুফিয়ানের জামাই।বিজেপি ও তৃনমূলের একাংশের দাবি তৃনমূল ৬ টি ভোট পেয়েছেন হাবিবুল।বাকি ৬ টি ভোট দিয়েছে বিজেপি। অর্থাৎ বিজেপির সমর্থনে প্রধান হয়েছেন হাবিবুল, এই অভিযোগে আন্দলোন শুরু করেছেন তৃনমূল সমর্থকরা। অপরদিকে এই তথ্য সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ সুফিয়ান ও তার জামাই হাবিবুল।
তবে যেখানে রাজ্যের সর্বত্র তৃণমূল বনাম বিজেপি সম্মুখ সমরে নেমেছে, সেখানে নন্দীগ্রামের মত জায়গায় বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান হওয়ায় বিজেপি সুফিয়ানের আঁতাত
তত্ত্ব প্রকাশ্যে এল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।