
নিজেস্ব প্রতিনিধি,কলকাতাঃ পথ দুর্ঘটনায় এরা কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা। অঙ্গ হারিয়ে অনেকেই কার্যত সমাজ- পরিবারের কাছে বোঝা। কিন্তু তাদেরও তো অধিকার আছে সমাজে সঠিকভাবে বেঁচে থাকার। আর এই রাজ্যে পথ দুর্ঘটনায় অঙ্গহানির সংখ্যা রীতিমত উদ্বেগজনক। আর এই কথা মাথায় রেখেই এগিয়ে এলো রাজস্থানের নারায়ণ সেবা সংস্থান।
আগামী ২ রা মার্চ কলকাতায় এমনই একটি বিনামূল্যে অঙ্গ প্রদান ক্যাম্প করছে এই সংস্থাটি। জয়সওয়াল সেবা হাসপাতাল ও নারায়ণসেবা সংস্থান যৌথভাবে এই ক্যাম্প করবে। ঐদিন সকাল ৮:০০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাঙ্কয়েট হলে এই ক্যাম্প টি করতে চলেছে। উপস্থিত থাকবেন নারায়ণ সেবা সংস্থানের আন্তর্জাতিক সভাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রশান্ত আগরওয়াল।
এই নিয়ে মঙ্গলবার প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন ট্রাস্টি পরিচালক দেবেন্দ্র চৌবিসা। তিনি বলেন,” আমরা বিগত ৩৯ বছর ধরে বিভিন্ন রাজ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রচেষ্টা করে আসছে।” উল্লেখ্য, গত বছরের ২৬ শে নভেম্বর বিধান গার্ডেনে একটি বিনামূল্যে কৃত্রিম অঙ্গ পরিমাপ শিবিরের আয়োজন করেছিল তারা। সেখানে প্রায় ৪০০ জনেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করলেও তাদের মধ্যে সড়ক দুর্ঘটনায় হাত বা পা হারিয়ে অক্ষম হয়ে পড়া ৩৫০ জনকে নির্বাচিত করে। তাদেরকেই বিনামূল্যে অঙ্গ তুলে দেওয়া হবে বলে জানান সংস্থার অন্যতম কর্মকর্তা রজত গৌর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ” কলকাতায় প্রথমবারের মতো, প্রতিষ্ঠানটি কৃত্রিম অঙ্গ লাগিয়ে ৩৫০ টিরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে নতুন জীবন প্রদান করবে।” তিনি আরও বলেন, “এই সমস্ত ব্যক্তি তাদের প্রতিবন্ধী হওয়ার কারণে তাদের পরিবার এবং আত্মীয়দের বোঝা হয়েছিলেন। ইনস্টিটিউটের লক্ষ্য তাদের স্বনির্ভর করা এবং মূলধারার সমাজে তাদের যুক্ত করা।”
নারায়ণ সেবা সংস্থা ৪,৫০,০০০ জনের বেশি প্রতিবন্ধী ব্যক্তির সফল অস্ত্রোপচার করেছে এবং দুর্ঘটনার শিকার ৪২,০০০ জনেররও বেশি মানুষকে বিনামূল্যে কৃত্রিম অস্ত্র ও পা প্রদান করেছে বলে জানান এই সংস্থার জন সংযোগ আধিকারিক ভগবান প্রসাদ গৌর।