
সঞ্জয় রায় চৌধুরী,কলকাতা : আজ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সমগ্র দেশজুড়ে একাধিক কর্মসূচী নিয়েছে বিজেপি। এদিন সকাল দশটা নাগাদ উত্তর কলকাতার ভূতনাথ মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া,তমোঘ্ন ঘোষ,জগন্নাথ চট্টোপাধ্যায়, সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। শিশির বাজোরিয়া এদিন জানান, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় এই পুজো।
জগন্নাথ চট্টোপাধ্যায় এদিন জানান,দীর্ঘায়ু কামনার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে ৪০০ আসনে জয়ের জন্যও ভূতনাথ মন্দিরে প্রার্থনা করলাম আমরা।
দেশ ও রাজ্যজুড়ে বিজেপির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন কার্যক্রম নিয়েছেন রাজ্য বিজেপির কর্মীরা। এর পাশাপাশি বিজেপি নেতৃত্ব জানান, বিশ্বকর্মা পুজো উপলক্ষেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।