
নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার থেকে রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে জি-২০ গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন।এই সম্মেলনে উপস্থিত অতিথিদের একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বিনিয়োগের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে লাল দড়ির ফাঁস আর নেই, রেড কার্পেটে পাতা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এছাড়াও এফডিআই নীতি আরও উদার করা হয়েছে বলেও জানিয়েছেন মোদী অর্থনীতির বর্তমান পরিস্থিতি তুলে ধরে, আগামী দিনে ভারত অর্থনীতিতে বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ হিসেবে বিশ্বের সামনে আত্মপ্রকাশ করতে চলেছে বলেও দাবি করেন তিনি।
এদিনের সংক্ষিপ্ত ভিডিয়ো বার্তায় কোভিড মহামারি থেকে সন্ত্রাসবাদ সহ বিশ্বের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাণিজ্যে জি ২০ দেশ গুলিকে গুরুত্ব দিতে হবে বলেও বলেন প্রধানমন্ত্রী ।এছাড়াও বিশ্ব বাণিজ্য বিকাশের জন্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স কে গুরুত্ব দিয়েছেন । এটিকে গেম চেঞ্জার ও বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।সব মিলিয়ে সফল চন্দ্র অভিযানের পর বিশ্বের কাছে উন্নততর ভারতের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনীতিতে ভারত দ্রুত এগিয়ে চলছে ভারত,এবং ক্রমশ আত্মনির্ভর হচ্ছে এই বার্তাই এদিন ধরা পড়লো তার বক্তব্যে। চিন কে টেক্কা দিতেই ভারতের অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে মোদীর এই বার্তা বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।