
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে আগেই এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে ফের একবার প্রকাশ্য সভা থেকে সন্ত্রাসীদের নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ মঞ্চ থেকে পহেলগাঁওয়ে হামলাকারীদের বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘যারা এই হামলা করেছে, তাদের কল্পনাতীত সাজা দেওয়া হবে।’ উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও হুঙ্কার দিয়ে বলেছিলেন, জঙ্গিদের ছাড় দেওয়া হবে না। এমনকি জঙ্গিদের পিছনেও যারা রয়েছে তাদেরকেও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজনাথ।
অন্য দিকে, পহেলগাঁওয়ে হামলার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলি তৎপরতা বাড়িয়েছে। সূত্রের খবর, ভারতের গোয়েন্দারা পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৪৫টি জঙ্গি প্রশিক্ষণ শিবির ও ঘাঁটিকে নিশানা করে ফেলেছে। বেশ কয়েক মাস ধরে এই জঙ্গি ঘাঁটিগুলিতে নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা ও গোয়েন্দারা। সূত্রের খবর, এইসব ঘাঁটিগুলিতে আনুমানিক ১৫০ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি রয়েছে। যারা হিজবুল মুজাহিদিন, জয়েশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তোইবার সঙ্গে যুক্ত। সুযোগ বুঝে এদেরকে ভারতে অনুপ্রবেশে সহযোগিতা করে পাক সেনা।
পহেলগাঁও এর ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ভারত পকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে, জলচুক্তি স্থগিত করা থেকে শুরু করে পাক নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ। যদিও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ২৮ জন মানুষকে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার জন্য দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ।