
নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই শুক্রবার দুদিনের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই দিনের সফরে ২২ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রথম দিন হুগলির আরামবাগ এবং দ্বিতীয় দিন নদীয়ায় কৃষ্ণনগরে জনসভা করবেন তিনি। কার্যত নরেন্দ্র মোদী এই সভা থেকেই রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য দিকে, এই প্রথমবার কলকাতায় রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাজভবনে রাত্রিবাসের পরে শনিবার কৃষ্ণনগরের সভায় যাবেন তিনি। সেখান থেকে বিহারে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। যদিও এর আগে ২০২০ সালে সিএএ ও এনআরসি ইস্যুতে যখন রাজনৈতিক পরিস্থিতি সরগরম ছিল সেই সময় বেলুড় মঠে এক রাত ছিলেন তিনি। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে বঙ্গরাজনীতিতে।