
সঞ্জয় রায়চৌধুরী,কলকাতা : লোকসভা ভোটের মূল পর্বের প্রচারে বাংলায় ১৪ দিন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে দাবি, ১৪দিনে ১৪টি সভা করবেন নরেন্দ্র মোদী। তিনটি লোকসভা আসনে একটি করে সভা করবেন নমো। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর খাস তালুক বহরমপুরেও সভা করার কথা রয়েছে মোদির। রাজ্য বিজেপি সূত্রে খবর, জেলার পাশাপাশি কলকাতায়ও জনসংযোগ করেন নমো। উত্তর কলকাতা আসনের জন্য প্রধানমন্ত্রী হয়তো কোনও জনসভা করবেন না। তবে সিঁথির মোড় থেকে প্রায় ১০ কিলোমিটার রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। অন্যদিকে হাজরা মোড় থেকে একটা রোড শো করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।বিজেপি সূত্রে আর জানানো হয়েছে, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নয় ভোট প্রচারে বঙ্গে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, রবি কিষাণরা বাংলায় সভা করবেন।