
অমিত কুমার দাস, কলকাতাঃ নরেন্দ্র পুরের ঘটনায় সাসপেন্ড স্কুলের প্রধান শিক্ষক। সোমবার হাই কোর্টে জানালো রাজ্য। শুধু তাই নয় ঘটনায় প্রধান শিক্ষক ছাড়া এফ আই আরয়ে নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজ্য জানায় ,প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন করেছেন।
আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায়না ? – প্রশ্ন বিচারপতির. আদালতের পর্যবেক্ষণে বিচারপতির মন্তব্য, আশা করি পুলিশ প্রধান শিক্ষক সহ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।মাধ্যমিক পরীক্ষার পর ফের শুনানি।