
ওঙ্কার ডেস্ক : বঙ্গ বিজেপির সভাপতি কাকে করা যায় তা নিয়ে এমনিতেই হিমশিম দলের কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে কার্তিক মহারাজের বিতর্কিত মন্তব্য উস্কে দিল রাজ্য রাজনীতিকে। সম্প্রতি কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির সম্মেলনের মঞ্চে বক্তৃতার ফাঁকে কার্তিক মহারাজ বলে বসলেন দিল্লির ভূমিকায় হতাশ শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর উপস্থিতিতেই বেলেডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধানের কথাটি এক্কেবারে হেলাফেলার ভাবছে না বাংলার গেরুয়া শিবির। কারণ সদ্য পদ্মশ্রী পাওয়া কার্তিক মহারাজকে কেন্দ্রের স্নেহভাজন বলেই জানে বঙ্গ বিজেপির রাজ্য নেতারা। ফলে তাঁর এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। কেউ কেউ একে ইংগিতপূর্ণ বলেও ধরে নিচ্ছেন। মহারাজ আরো বলেন বাঙালিরা চিরকাল মাথা উঁচু করে থাকে, এখনও থাকবে। দিল্লি যদি বাংলার হিন্দু ও বাংলাদেশের হিন্দুদের কথা না ভাবে তাহলে আমাদেরই আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে। তার এই মন্তব্য ঘিরেও প্রশ্ন উঠেছে। তবে কি কেন্দ্রের সম্মতি ছাড়াই বেশ কিছু পদক্ষেপ নেবে বাংলা বিজেপি ? সেজন্যই কি তিনি শুভেন্দুর ঘাড়ে বন্ধুক রেখে বঙ্গ বিজেপির হতাশার কথা তুলে ধরলেন ? জল্পনা এখানেই। ‘শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন। দিল্লির জন্য অপেক্ষা করা যাবে না।’ কার্তিক মহারাজের এই কথায় দলের ভিতর ও বাইরে তাই গুঞ্জন চরমে। এসব যে কথার কথা নয় তা মনে করছে রাজনৈতিক মহলও।