
বিক্রমাদিত্য বিশ্বাস, ওঙ্কার বাংলা: কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছেন তো কেউ আবার ভোটকক্ষে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আবার কেউ হাতে কালি লাগিয়ে দিচ্ছেন। এ যেন অকাল নির্বাচন! উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের প্রাথমিক ও হাই স্কুলগুলিতে চলছে এভাবেই ভোট প্রক্রিয়া। তবে ভোটারদের বয়স কারোর ১০ তো কারোর এখনও ১৮ ছোঁয়নি। জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্কুল স্তর থেকে পড়ুয়াদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে গোয়ালপোখর ১ নম্বর ব্লকে। পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক পরিকাঠামোর বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্যই মূলত এই উদ্যোগ। সমস্ত রকম পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে এই ভোটে। ব্যালট বাক্স থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার, একটি ভোট কেন্দ্রে যা যা ব্যবস্থা থাকে সব কিছুই এই নির্বাচনেও ব্যবস্থা করা হয়েছে। এই ভোটেও অন্যান্য সাধারণ নির্বাচনের মত প্রার্থী হয়েছে কেউ, কেউ বা আবার হয়েছে প্রিসাইডিং অফিসার। ভোটের আগে স্কুলের বিভিন্ন কাজের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রার্থীদের তরফে। তবে অভিনব এই নির্বাচন দেখে খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা।