
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা : বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শাসন. বসিরহাটের আইএসএফ প্রার্থীর সমর্থনে শাসনে প্রচার করার কথা ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকির. তার আগে আইএসএফ-এর দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তেতে উঠল শাসনের বকুণ্ডা গ্রাম. আইএসএফ কর্মীদের লাঠি সোঠা নিয়ে মারধরের অভিযেগ তৃণমূলের বিরুদ্ধে. যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
এই গোলমাল চলাকালীনই সেখানে পৌঁছন নওশাদ. তিনি বলেন, ‘সুবিধা অ্যাপ-এর মাধ্যমে সভার অনুমতি পেয়েছিলাম. তৃণমূলের গুন্ডা, মস্তানরা সভা করতে দেয় নি’.
তৃণমূলের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করেছে আইএসএফ-এরকর্মীরা.