
নিলয় ভট্টাচার্য: যাদবপুর কান্ডে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁদের সঙ্গে দেখা করতে তিনি যান রানাঘাটে স্বপ্নদীপের মামাবাড়িতে। ইতিমধ্যে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেছেন। ১৬ আগাস্ট অর্থাৎ বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রীসহ তৃণমূলের পাঁচ জনের প্রতিনিধিদল দেখা করেছিলেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বসকে কটাক্ষ করলেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগেও বহু বিষয়ে অনেক আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোনলাভ হয়নি। এদিন স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করে নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, যাদবপুর কান্ডে মৃত ছাত্রের মা একাধিকবার বলেছেন তাঁর ছেলে ফিরিয়ে দেওয়ার কথা।
এই ঘটনায় সঙ্গে যাঁরা অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক বলে দাবি করেন নওশাদ। একই সাথে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে থাকবে বলেও আশ্বাস দেন ভাঙ্গড়ের বিধায়ক।