
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: শুভেন্দু, অভিষেকের নাটক দেখে হাঁপিয়ে গেছে মানুষ, ২০২৪ সের লোকসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে।সোমবার জলপাইগুড়ি থেকে তৃনমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
একটি জলা ভূমি ভরাট করার বিরূদ্ধে আন্দোলনরত যৌথ পরিবেশ মঞ্চের ডাকে সাড়া দিয়ে সোমবার শিলিগুড়ি শহরে আসেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
রাজ্য রাজনীতি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের জবাবে ভাঙ্গরের বিধায়ক বলেন, অভিষেক এবং শুভেন্দু বাবুকেই প্রশ্ন করুন রাজ্যের সাধারণ মানুষের জন্য কি করেছেন ওনারা। এদের নাটক দেখতে দেখতে রাজ্যের মানুষ হাপিয়ে উঠেছে এবং দু হাজার চব্বিশ সালে এর জবাব দেবে সাধারণ মানুষ।পাশাপাশি জলাভূমি ভরাট করার বিরোধিতা করে বলেন যখন আমাদের দেশ গোটা বিশ্বের সামনে উষ্ণায়ন নিয়ে বার্তা পৌছে দিচ্ছে ।সেই সময় এই ধরনের জলা ভূমি ভরাট করা দেশদ্রোহিতার সমান।এদিন জলপাইগুড়ি শহরের ফুসফুস বলে চিহ্নিত পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি বিশাল আয়তনের জলা ভূমি ভরাট করে আবাসন প্রকল্প করার বিরূদ্ধে সোচ্চার যৌথ পরিবেশ মঞ্চের ডাকে উক্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ।