
গোপাল শীল ও বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা:
ভাঙড়ে ঢুকতে গিয়ে ফের বাধার সম্মুখীন বিধায়ক নওশাদ সিদ্দিকী। রবিবার নওশাদ সিদ্দিকীর কনভয় ভাঙড়ে ঢোকার ঠিক আগে হাতিশালার কাছে পুলিশ ব্যারিকেড করে বিধায়কের কনভয় আটকে দেয়। এরপর বেশ কিছুক্ষণ গাড়িতেই বসেছিল ভাঙড়ে বিধায়ক । কিছুক্ষন পরে গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ কর্মীদের তিনি গিয়ে জিজ্ঞাসা করে কেন তাকে আটকানো হয়েছে। নিজের বিধানসভা এলাকায় কেন তিনি যেতে পারবে না । কর্তব্যরত পুলিশকর্মীরা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলেন, ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি ভাঙড়ে যেতে পারবেন না ।এরপর বেশ কিছুক্ষণ কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কি হয় বিধায়কের। নওশাদ সিদ্দিকী বলেন ,গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।বাংলার অবস্থা উত্তর প্রদেশের মতো হয়ে গেছে। ৩৫৫ ধারা জারি করা উচিত।
এছাড়াও তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন শওকাত মোল্লা ভোটার না হয়েও ভিতরে ঢুকছেন,মিটিং করছেন,কিন্তু আমি জনপ্রতিনিধি হয়েও ভাঙড়ে ঢুকতে পারছিনা।
উল্লেখ্য গত শুক্রবারও ভাঙড়ে ঢোকার মুখে আটকে দেওয়া হয় নওশাদ কে।টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর তাকে ফিরে যেতে হয়।