
নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় আসার বারো বছর পর ইমামদের নিয়ে বৈঠক করার কথা মনে পড়লো মুখ্যমন্ত্রীর। আগামী ২১ শে আগস্ট রাজ্যের ইমামদের নিয়ে হতে চলা বৈঠককে নিয়ে কটাক্ষ করে মন্তব্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর । সোমবার ইমামদের নিয়ে বৈঠক প্রসঙ্গে নওশাদ আরো বলেন শুধু ইমামদের নিয়েই নয় অন্যান্য ধর্মগুরুদের নিয়েও আলোচনা করা উচিত।সব ধর্মেরই গরীব মানুষকে আর্থিক সাহায্য করা উচিত।না হলে বিজেপি ধর্ম নিয়ে প্রচার করার সুযোগ পেয়ে যাবে।
পাশপাশি নওশাদের দাবি শুধু সংখ্যালঘু মুসলিমরাই নয়,অন্যান্য সব ধর্মের মানুষরাও আই এস এফ কে সমর্থন করছেন।
উল্লেখ্য আগামী ২১ সে আগস্ট নেতাজি রাজ্যের সব ইমাম দের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।এই সমাবেশে ইমামদের অভাব ,অভিযোগ ও সমস্যার কথা শুনবেন বলে সূত্রের খবর।মুখ্যমন্ত্রী ছাড়াও এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।