
গোপাল শীল, ভাঙ্গড়: কালীপুজোর দিন বিকালে ডায়মন্ড হারবারের বাগদা ও বাসুল ডাঙ্গায় নির্যাতিত আই,এস,এফ কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সূত্রের খবর শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রান্ত হন বেশ কয়েজন আই এস এফ কর্মী । অভিযোগ ওইদিন রাতে ডায়মন্ড হারবার
বিধানসভা এলাকার অন্তর্গত এলাকার ইন্ডিয়ান সেকুলার ফন্টের কর্মী সমর্থকদের আক্রমণ করে তাদের বাড়ি নির্বিচারে ভাঙচুর করার পাশাপাশি কর্মীদের মারধোর করা হয়। তাই রবিবার বিকাল পাঁচটা নাগাদ ইন্ডিয়ান সেকুলার ফন্টের চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী দলের
অন্যান্য নেতৃত্ব সহ নির্যাতিত কর্মী ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।