
স্পোর্টস ডেস্ক :—-এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ভারতে আসতে পারেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার। তাঁর বর্তমান ক্নাব সৌদি আরবের আল হিলাল যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে একই গ্রুপে রয়েছে, তাই এই ক্লাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেইমারের ভারতে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে এশিয়ার সবচেয়ে বড় ক্লাব লিগের গ্রুপবিন্যাস হয়ে গেল। ড্রয়ের মাধ্যমে হওয়া এই ড্রয়ে গতবারের আইএসএল লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি জায়গা পেল গ্রুপ ডি-তে, যে গ্রুপে রয়েছে নেইমারের আল হিলাল। এ ছাড়াও এই গ্রুপে রয়েছে ইরানের এফসি নাসাজি মাজান্দারান এবং উজবেকিস্তানের নভবাহোর। দেখেই বোঝা যাচ্ছে, বেশ কঠিন গ্রুপে লড়াই করতে হবে মুম্বই সিটি এফসি-কে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তরা এই ড্রয়ের পর হতাশ হতে পারেন। কারণ, পর্তুগীজ তারকার বর্তমান ক্লাব আল নাসের মুম্বইয়ের গ্রুপে না থাকায় তাঁর ভারতে এসে খেলার সম্ভাবনা আপাতত নেই। রোনাল্ডোর আল নাসের রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে এবং করিম বেঞ্জিমার আল ইত্তিহাদ রয়েছে গ্রুপ ‘সি’-তে। ফলে এই দুই তারকার কেউই ভারতে আসছেন না।
তাঁদের জায়গায় নেইমারের খেলা দেখার সুযোগ পেতে চলেছেন ভারতের ফুটবলপ্রেমীরা। পুনের বালেওয়াড়ি স্টেডিয়াম যেহেতু এ বার চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র হোম, তাই এই মাঠেই হয়তো নেইমারের ফুটবলের জাদু সচক্ষে দেখার সুযোগ পাবেন তাঁর ভক্তরা। হয়তো বলা হচ্ছে এই কারণে, ওই সময়ে যদি চোট-আঘাতের সমস্যায় পড়েন নেইমার, তা হলে দলের সঙ্গে হয়তো আসবেন না।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওয়েস্ট জোন ও ইস্ট জোনে মোট দশটি গ্রুপ রয়েছে। প্রতি জোনে পাঁচটি করে গ্রুপ এবং প্রতি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ মোট ৪০টি দল খেলবে এই পর্বে। প্রতি গ্রুপের এক নম্বর দল, অর্থাৎ দশটি দল পৌঁছবে শেষ ষোলোয়। এ ছাড়াও প্রতি জোনের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা তিনটি করে দল, অর্থাৎ মোট ছ’টি দল পৌঁছবে শেষ ষোলোয়। মুম্বই সিটি এফসি-কে নক আউট পর্বে উঠতে হলে হয় গ্রুপ সেরা, নয় দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা হয়ে ওই জায়গায় পৌঁছতে হবে।
মুম্বই সিটি এফসি এই নিয়ে দ্বিতীয়বার এএফসি-র সেরা ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। গতবার তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সে বার গ্রুপে তারা দু’নম্বরে ছিল এবং অল্পের জন্য দ্বিতীয়দের মধ্যে সেরা তিনের অন্যতম হিসেবে নক আউট পর্বে উঠতে পারেনি। মুম্বই সিটি এফসি-ই প্রথম ভারতীয় ক্লাব দল, যারা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতেছে।
অন্য দিকে, এ দিন এএফসি কাপেরও গ্রুপ বিন্যাস হয়ে গেল। প্রত্যাশামতোই এএফসি কাপের গ্রুপ পর্বে ওডিশা এফসি, বসুন্ধরা কিংস ও মাজিয়া এসআরসি-র সঙ্গে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা রয়েছে ‘ডি’ গ্রুপে।
মোট ৩৬টি দলকে ন’টি গ্রুপ ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের খেলাগুলি চলবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের পরে সেরা দল মার্চে ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেই পর্বে জিতলে ইন্টার জোনাল ফাইনাল এবং সে ম্যাচে জিতে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকছে।
গত বার গ্রুপ পর্বে গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে তৎকালীন এটিকে মোহনবাগান। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। এ বারের লড়াইও বেশ কঠিন।