
প্রতীতি ঘোষ,অশোকনগর:
যাদবপুর কান্ড নিয়ে যখন উত্তাল সমগ্র বাংলা,তখন কলেজ চলাকালীন ক্যাম্পাসের মধ্যেই তৃনমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমে র্যাগিংয়ের শিকার হলো প্রথম বর্ষের এক পড়ুয়া বলে অভিযোগ । এই র্যাগিংয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে অশোকনগর নেতাজী শতবার্ষিকী কলেজে। অভিযোগ করেছেন ওই কলেজেরই প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অভিনন্দন মুখার্জি। বৃহস্পতিবার রাতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে অভিনন্দন জানান শুধুমাত্র আমি SFI করি বলেই আজ আমি তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের হাতে র্যাগিংয়ের শিকার হলাম। আমাকে ইউনিয়ন রুমে ডেকে এসএফআই সংক্রান্ত আমার সব ফেসবুকে পোস্ট ডিলিট করতে বলা হয়। মানতে রাজি না হওয়ায় শুরু হয় মারধর। অভিনন্দনের আরও অভিযোগ মারধরের সময় ওই কলেজের নন টিচিং স্টাফরাও উপস্থিত ছিল।যদিও অভিনন্দনের তোলা র্যাগিং এবং মারধরের ঘটনা অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের যুব নেতা প্রদীপ সিং বলেন যাদবপুরের ঘটনা ধামাচাপা দিতেই এই ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে।
এই ঘটনা নিয়ে এস এফ আই নেতা সন্দীপ আচার্য বলেন ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে এসএফআইয়ের ছাত্রকে র্যাগিং – মারধর – প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ।
এই ঘটনার প্রতিবাদে অশোকনগরের কচুয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় এস এফ আই।সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ ।