
নিজস্ব প্রতিনিধি ঃ রাজ্যের নতুন শিক্ষানীতির বিজ্ঞপ্তি জারি করলো শিক্ষা দফতর। জাতীয় শিক্ষানীতির প্রেক্ষিতে রাজ্যের শিক্ষানীতির এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। কারণ জাতীয় শিক্ষানীতি হুবহু মানছে না রাজ্য। বিধানসভাতে সংশোধনী আনা হয়েছিল। নতুন শিক্ষানীতিতে একাধিক বদল আনা হয়েছে। সেইসঙ্গে জোর দেওয়া হয়েছে বাংলা ভাষার ওপর। শিক্ষানীতিতে অন্য মাধ্যমের স্কুলেও বাংলা পড়ানোর সুপারিশ করা হয়েছে। এক বছরের প্রি- প্রাইমারি ক্লাস ও চার বছরের প্রাথমিকের ক্লাসের কথা বলা হয়েছে ১৭৮ পাতার বিজ্ঞপ্তিতে। সেইসঙ্গে অষ্টম শ্রেনী থেকেই ধাপে ধাপে সেমিস্টারের পদ্ধতির উল্লেখ রয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেনির পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করতে চলেছে শিক্ষা দফতর। ২০২৪ সালে যেসব পড়ুয়া একাদশ শ্রেনিতে ভর্তি হবে তারা এই আওতায় আসবে। এই পদ্ধতির প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে। ২০৩৫ সালের মধ্যে নতুন শিক্ষানীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।