
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় ফের অপহরণ। মুক্তিপণ চেয়ে ফোন। তিলজলা থানা ও লালবাজারের যৌথ উদ্যোগে উদ্ধার অপহৃত ব্যক্তি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।পুলিশ সূত্রের খবর, তিলজলা থানায় ২২ শে জুন একটি অপহরনের মামলা দায়ের করা হয়। অপহরণ হয়ে যাওয়া ব্যক্তির বাবা অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়। অভিযোগ ছিল যে – ‘তার ছেলে মোঃ ইরফান ২১ শে জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ২২ শে জুন বিকাল পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি এবং তিনি ফোন পেয়েছিলেন একটি অজানা নম্বর থেকে। ফোন করে 12 লক্ষ টাকা মুক্তি পনের দাবি করে এবং সেই টাকা না দিলে তার ছেলেকে হত্যার হুমকি দেয়।’
পুলিশ আধিকারিকরা গোপন সূত্রের খবর পেয়ে, এবং সেই সূত্রের ভিত্তিতে মুকুন্দপুর এলাকার একটি হোটেল থেকে অপহৃত ব্যক্তি অর্থাৎ মোঃ ইরফানকে উদ্ধার করা হয় এবং প্রধান অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গাইরিক মুখোপাধ্যায়, ও বিবেককেও গ্রেফতার করে পুলিশ। মূল এই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, একজন এখনও পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরাধের সময় ব্যবহৃত আপত্তিকর যানবাহন বাজেয়াপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে অপহৃত ব্যক্তিকে নিউমার্কেটের কাছে থেকে অপহরণ করা হয়েছিল এবং তারপরে তাকে কসবা ও নরেন্দ্রপুরের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং আরও সহযোগীরা এতে যোগ দিয়েছিল এবং মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল। অপহৃত ব্যক্তির বাড়ি থেকে মুক্তিপণ না পেয়ে ব্যক্তিকে আটক করে রেখেছিলেন দুষ্কৃতীরা নিজেদের কাছে। মূলত এই হোটেল থেকেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছেন লালবাজারের এআরএস এবং তিলজলা থানা।