
শেখ এরশাদ, কলকাতা: খাস কলকাতায় অগ্নিকাণ্ড। এবার নিউমার্কেটের সিম পার্ক মলে আগুন। আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন দমকল বিভাগে। তৎক্ষণাৎ ক ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এক ঘন্টায় দুটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই সূত্রের খবর। আগুন লাগার নির্দিষ্ট কারন না জানা গেলেও, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের কারনে আগুন লেগেছে। তবে হতাহতের কোন খবর নেই বলে সূত্রের খবর। অগ্নিকান্ডের জেরে মলের কয়েকটি দোকানের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে জানা গিয়েছে।