
তামসী রায় প্রধান,যাদবপুরঃ সাত সকালে ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিপর্যস্ত সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ে রাজনীতি নয়, মানুষের পাশে থাকার বার্তা দিলেন সৃজন।
রেমালের জেরে বিপর্যস্ত দক্ষিণ বঙ্গ। জলমগ্ন হয়ে পড়েছে গোটা কলকাতা। জল যন্ত্রনা যাদবপুরেও। সোমবারের সাত সকালে ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। হালতু এলাকার ১০৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন এলাকার মানুষদের সঙ্গে। তিনি বলেন, গোটা যাদবপুর জুড়ে আমরা রাস্তায় আছি। রেড ভলেন্টিয়াররা সব সময় মানুষের পাশে আছে। বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের পাশে থাকার চেষ্টা করছি।
বিপর্যস্ত সাধারণ মানুষদের সঙ্গে কথা বলার পর প্রশাসনের সঙ্গে কথা বলেন সৃজন। রবির রাতে ঝড়ের কারণে যাদবপুরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, লাইট পোস্ট। জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়। চাষের ক্ষতি হয়েছে ভাঙ্গাড়, বারইপুরে।