
নিজস্ব সংবাদদাতা : দোলের দিন নিউটাউনে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জেরে গ্রেফতার দুই যুবক । ঘটনাটি ঘটেছে নিউটাউনের বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ,ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
পুলিশ সূত্রে খবর,দোলের দিন শুক্রবার সন্ধেবেলা দুই যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সেক্টর ফাইভ থেকে নিউটাউনে যাচ্ছিল। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে নিউটাউনের বলাকা আবাসনের কাছে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে সেটি।
পথ সুরক্ষা আইন ভাঙার অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল । ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ,তারা থানার ভিতরেই মহিলা ইন্সপেক্টরকে অশালীনভাবে স্পর্শ করে তার পোশাক খোলার চেষ্টা করে। দুই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এবং তাদের গ্রেফতার করা হয় ।