
কোয়েল বণিক, নিউটাউন : তোলাবাজির অভিযোগ নিউটাউনের তৃণমূল নেতার বিরুদ্ধে। নেতার নাম কৌশিক সরকার। নিউটাউন এলাকার নেতা কৌশিক সরকার। অভিযোগ, তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাঢয়ায় নাম করে প্যাড ব্যাবহার করে মোটা অঙ্কের টাকা নিতেন তৃণমূল নেতা। অভিষেক বন্দোপাঢয়ায়য়েড় নামে লেটারহেড ছাপিয়েছিলেন তিনি। ঘটনাটি জানাজানি হতেই তদন্তে নামে শেক্সপিয়ার থানার পুলিশ। অবশেষে শুক্রবার কৌশিক সরকারকে গ্রেফতার করে শেক্সপিয়ার থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে জড়িয়ে রেখেছিলেন তৃণমূল নেতা এই ঘটনা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।