
প্রদীপ কুমার মাইতি, ভূপতিনগরঃ ইডির পর রাজ্যে এবার আক্রান্ত আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। অভিযোগ এনআইএর গাড়ি ভাঙচুর করা হয়। দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর। ভূপতিনগর থানায় সরকারি কর্মীদের মারধর এবং তদন্তে বাধা দানের অভিযোগ দায়ের এনআইএর। ঘটনার তদন্তে নেমে ভূপতিনগর থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে । প্রসঙ্গত গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি। কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সেই ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। তার রেশ কাটার আগেই ভোটমুখী বাংলায় এবার আক্রান্ত হল এনআইএ। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের ভুপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএকে তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিদের নোটিশ পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায়, শনিবার ভোরে ভুপতিনগরে আসেন এনআইএ প্রতিনিধিরা। অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেন বলে অভিযোগ । এনআইএর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর। এলাকায় উত্তেজনা রয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি।