
সমর্পিতা বন্দ্যোপাধ্যায় : আর জি কর হাসপাতালে এক কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন. খাস কলকাতার বুকে এই ঘটনায় তোলপাড় রাজ্য. বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে দেশের দিকেদিকে. নিজের চেনা পরিসরে এইরকম অকথ্য নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় আঁতকে উঠছে দেশবাসী. প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে. এই আবহে এবার রাত দখলের কর্মসূচি নিলেন কলকাতার মহিলারা.
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টারে লেখা, ‘মেয়েরা রাত দখল করো. ‘THE NIGHT IS OURS’. দাবি একটাই, জাস্টিস ফর আর জি কর. ১৪ অগাস্ট রাত ১১:৫৫ মিনিটে যাদবপুর, কলেজ স্ট্রিট এবং অ্যাকাডেমি চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যের জেলায় জেলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এ রাজ্য ছাড়াও দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন শহরেও পথে নামছেন নারীরা.
১৪ আগাস্ট রাত এগারোটায় বাংলার কোথায় কোথায় জমায়েত হবে, দেখে নিন একনজরে-
কলেজ স্ট্রিট
একাডেমী অফ ফাইন আর্টস
যাদবপুর এইট বি
সিঁথির মোড়
ডানলপ খালসা মডেল স্কুল
মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়
শিলিগুড়ি দার্জিলিং মোড়
উত্তরপাড়া কলেজ মোড়
উত্তরপাড়া সখের বাজার
মধ্যমগ্রাম চৌমাথা মোড়
নীলদর্পণ, বনগাঁ
শ্রীরামপুর
রায়গঞ্জ, ঘড়িমোড়
ব্যারাকপুর স্টেশন
দুর্গাপুর
শান্তিপুর ডাকঘর
শ্যামবাজার পাঁচ মাথার মোড়
নৈহাটি পৌরসভা চত্বর
বহরমপুর স্কোয়ার ফিল্ড
লিলুয়া তেল কল মোড়
পাওয়ার হাউস মোড়, হাওড়া
সোদপুর বি টি রোড ক্রসিং
দমদম চাতাল
রতন পল্লী, শান্তিনিকেতন
বর্ধমান, কার্জেন গেট চত্বর
এয়ারপোর্ট ১নম্বর গেট ট্যাক্সিস্ট্যান্ড
আড়িয়াদহ হাসপাতাল মোড়
জলপাইগুড়ি সদর হাসপতাল থেকে কদমতলা
আসানসোল ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশ
ব্যারাকপুর স্টেশন চত্বর
শিলিগুড়ি দার্জিলিং মোড়
আরামবাগ সুধানীল সিনেমা হলের সামনে
নিউটাউন বিশ্ব বাংলা গেট
হাবড়া ১নম্বর রেলগেট