
ওঙ্কার ডেস্ক : ষষ্ঠ দফায় ভোট রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে. এবার এখানে লড়াই ত্রিমুখী. প্রতিদ্বন্দ্বীদের জোর টেক্কা দিতে নাগারে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত. মঙ্গলবার দহলা, জামদা কাঁকড়াদাড়া সহ বিভিন্ন জায়গায় জনসংযোগ সারলেন নীলাঞ্জন. পায়ে হেঁটে বিভিন্ন এলাকা ঘুরলেন. তাঁর সঙ্গে এদিন পা মেলালেন প্রচুর কর্মী-সমর্থক.