
শেখ এরশাদ: কলকাতা:পোস্টিং দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে পৌঁছলেন আরো ৪০ জন শিক্ষক। এই ৪০ জন শিক্ষককে সিবিআই আধিকারিকরা তলব করেছিলেন। সেই মত মঙ্গলবার সকাল দশটা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দিতে আসেন ওই শিক্ষকরা। প্রসঙ্গত সোমবারও ৩০ জন শিক্ষক কে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর পোস্টিং এর ক্ষেত্রে কোথাও কোন কারচুপি করা হয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের । প্রসঙ্গত পোস্টিং মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সোমবার এই নির্দেশের ওপর সুপ্রিম কোর্টের তরফে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়।