
উজ্জ্বল হোড়, ওঙ্কার বাংলা: ডুয়ার্সে জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। ব্রিজের বেহাল দশার কারণে এখন যোগাযোগ বিচ্ছিন্ন সেই সাহিত্যিকের জন্মভিটে। ভোগান্তিতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমা সালবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের মানুষ। গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম নোনাই নদীর উপর অবস্থিত এই ব্রিজ। কিন্তু ব্রিজটির ভগ্নপ্রায় অবস্থার জন্য যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিজের মেরামতির দাবিতে স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আবেদন জানিয়েছেন স্থানীয় সংগঠন ডুয়ার্স উন্নয়ন মঞ্চ। কিন্তু কোনও সুরাহা হয়নি এখনও। ব্রিজ নির্মাণ না হলে পরবর্তীতে ভোট বয়কটের ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অবিলম্বে ব্রিজ মেরামত না করলে সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কবে ব্রিজটি সংস্কার করে চালু হয় সেই অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষজন।
ভিডিও দেখুন-