
অরিন্দম হরি, উত্তর ২৪ পরগনা : আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনায় এখনও উত্তপ্ত গোটা রাজ্য. ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জিট পেশ করেছে সিবিআই. তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে কথে ডাক্তার থেকে সাধারণ মানুষ. সেই আবহে ফের এক যুবতীকে শ্লিলতাহানির অভিযোগ উঠলো সিভিকের বিরুদ্ধে. শুধু সিভিকই না, অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধেও.
জানা যায়, স্বরূপনগরের বিথারী এলাকার এক যুবতী তার বাবার সঙ্গে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় ওই এলাকার এক সিভিক ভলেন্টিয়ার ও এক ভিলেজ পুলিশ তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। সেই টাকা দিতে রাজি না হওয়ায় ওই যুবতীর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, সোনার গহনা ছিনিয়ে তার শ্লীলতাহানির করে বলে অভিযোগ। ওই যুবতী ও তার বাবার অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ এক সিভিক ভলেন্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করে। তাদের বুধবার বসিরহাট আদালতে তোলা হবে।