
নিজস্ব প্রতিনিধি:ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় ,ক্রমশ স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গ। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জলপাইগুড়ি ও শিলিগুড়ির জলমগ্ন এলাকাগুলিও।তবে বর্তমানে আর ভারী বৃষ্টি না হলেও, আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । এই অবস্থায় নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও গোটা পরিস্থিতির উপর প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে। গত ২৪ ঘন্টায় তেমন বৃষ্টি না হওয়াতে উত্তরবঙ্গের নদীগুলির অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।