নিজস্ব সংবাদদাতা,উত্তরবঙ্গ:
রবিবার কলকাতা সহ দক্ষিনবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও,উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টিপাত।আবহাওয়া দপ্তরের
সতর্কবার্তা অনুযায়ী বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। শনিবার রাত থেকে একনাগাড়ে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পাহাড় এবং সমতল জুড়ে। এরফলে তিস্তা,মহানন্দা, বালাসন নদীতে জল বাড়তে শুরু করেছে।
এর ফলে চিন্তায় এলাকাবাসীরা।অপরদিকে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।এবং মঙ্গলবার থেকে বৃষ্টিপাত অনেকটা কমলেও তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।